স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : ট্রেডিশন থেকে বের হয়ে আসতে পারছে না একটা অংশ ২০২২ সালের টেট উত্তীর্ণ যুবক যুবতীরা। যার কারণে তারা আন্দোলন ছাড়া আর কিছু দেখছে না। আবারো মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়ে ব্যর্থ হল তারা। ২০২২ সালের টেট পরীক্ষায় ৩৬১ জন উত্তীর্ণ হয়। কিন্তু এই টেট উত্তীর্ণদের এখনো সরকারি ভাবে নিয়োগ পত্র প্রদান করা হয় নি। নিয়োগের দাবিতে দীর্ঘ দিন ধরে এই টেট উত্তীর্ণরা আন্দোলন করে আসছে।
একাধিকবার তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার প্রচেষ্টা করেও ব্যর্থ হয় তারা। মঙ্গলবার ফের একবার তারা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হয়। কিন্তু তাদের কাছে আগাম কোন অনুমতি পত্র না থাকায় নিরাপত্তার স্বার্থে পুলিশ তাদেরকে জোর পূর্বক মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থেকে সরিয়ে দেয়। টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতিদের বক্তব্য রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয় গুলিতে শিক্ষক সঙ্কট চলছে। শিক্ষকের দাবিতে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করছে। অথচ তারা টেট পাশ করে বসে রয়েছে। সরকার তাদেরকে নিয়োগ করছে না। তাদের দাবি অবিলম্বে টেট উত্তীর্ণ সকলকে এক সাথে নিয়োগ করা হোক।