স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : গাড়ির কাঁচ ভাঙ্গাকে কেন্দ্র করে এক যুবককে বেধড়ক ভাবে মারধর। অভিযোগের কাঠ গড়ায় বড়জলা এলাকার কর্পোরেটর জগদীশ দাস। আহত যুবকের নাম বিশাল সরকার, বয়স ২১ বছর। আহত যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় পুর নিগমের নির্বাচনের পূর্বে থেকে বিশাল সরকারের বাবা জগদীশ দাসের সাথে সর্বদা থাকত।
জগদীশ দাস কর্পোরেটর হওয়ার পর বিশাল সরকারের মায়ের নামে ঋন পাইয়ে দেওয়ার নাম করে দুইবার কাগজ পত্র নিয়ে যায়। কিন্তু বিশাল সরকারের মায়ের কপালে আর ঋন জুটেনি। এরই মধ্যে শুক্রবার কর্পোরেটর জগদীশ দাসের বাড়ির সামনে দাড় করিয়ে রাখা একটি গাড়ির কাঁচ বিশাল সরকার ভেঙ্গে দেয় বলে অভিযোগ। এই ঘটনার জেরে শনিবার বিশাল সরকার কর্পোরেটরের বাড়ির সামনে যাওয়ার পর তার উপর আক্রম করে স্থানীয় কিছু লোক।
কর্পোরেটর জগদীশ দাসের নেতৃত্বে এই আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। স্থানিয়দের আক্রমণে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পরে বিশাল সরকার। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে বিশাল সরকারকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত বিশাল সরকার।