স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : বুধবার আগরতলা স্থিত রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের একটি পরিত্যক্ত জায়গায় আচমকাই ভয়াবহ অগ্নিসংযোগ ঘটে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের ক্যান্টিনের এক কর্মচারী জানিয়েছেন ক্যান্টিনের পেছনে তারা আগুন দেখতে পায়। কিন্তু কিভাবে এই অগ্নিসংযোগ ঘটে তা নিয়ে তাদের কোনো স্বচ্ছ ধারনা নেই। তারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যায়।
তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য জানিয়েছেন ক্যান্টিনের পেছনে এই অগ্নিসংযোগ এর ঘটনা। এখানে কোন ধরনের সরকারি নথিপত্র ছিল না। এখানে পর্যটন দপ্তরের কয়েকটি পুরনো বোর্ড ছিল। কিন্তু এখানে আগুন লাগার কথা নয়। কিভাবে এই অগ্নিসংযোগ তা খতিয়ে দেখা হচ্ছে। বিদ্যুৎ নিগমকেও বিষয়টি জানানো হয়েছে। বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে কোন ধরনের ত্রুটি-বিচ্যুতি রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার পরই সময় অপচয় না করে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের তিনটি ইঞ্জিন। ক্ষণিকের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন।
তবে রাতের দিকে এই অগ্নিসংযোগ ঘটলে চিন্তার কারণ হয়ে দাঁড়াতো। অগ্নি নির্বাপক দপ্তরের এক কর্মী জানিয়েছেন শর্ট সার্কিট থেকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। বিকেল চারটে দশ নাগাদ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ৩ টি ইঞ্জিন নিয়ে ছুটে আসেন। তবে দমকল বাহিনীর কর্মীরা সময়মতো এখানে না আসলে বড় ধরনের ক্ষতি হতে পারতো। কারন সাথেই ছিল তথ্য ও সংস্কৃতি দপ্তরের ক্যান্টিন। ক্যান্টিনের মধ্যে ছিল রান্নার গ্যাসের সিলিন্ডার ও। পাশাপাশি তিনি এও জানান যেহেতু এই বোর্ডগুলো অব্যবহৃত তাই ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন একটা বোঝা যাচ্ছে না। আগুন লাগার সঙ্গে সঙ্গেই এলাকার সাধারণ মানুষও এখানে ছুটে আসেন। নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।