স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রদেশ কংগ্রেসকে আরো শক্তিশালী করতে এবং জনগণের কাছে পৌঁছে দিতে বর্তমানে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এগুতে চাইছে প্রদেশ কংগ্রেস। উত্তর পূর্বাঞ্চল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ায় দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, উত্তর পূর্বাঞ্চল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ইনচার্জ সায়ন্তিকা রায় সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান শাসক দল বর্তমানে বিরোধী দলকে দাপিয়ে রাখার চেষ্টা করছে। তার থেকে উত্তরণের জন্য জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সোশ্যাল মিডিয়া সক্রিয় থাকলে দলের প্রচার প্রসার দিন দিন এগিয়ে যাবে।