স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ডিসেম্বর : হোস্টেলের খাবার খেয়ে উদয়পুর নবোদয় বিদ্যালয়ের ২৫ জনের অধিক ছাত্র ছাত্রী অসুস্থ। ভর্তি হাসপাতালে।
জানা যায় রবিবার রাতে খাবার খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়ে ছাত্র ছাত্রীরা। তবে স্কুল থেকে বলা হয়েছে ভাইরাল ফিভার, কিন্তু উদয়পুর গোমতী হাসপাতালের চিকিৎসক বলেছেন ভাইরাল ফিভার নয়, খাবার থেকেই অসুস্থ হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ কোন দায়ভার নিচ্ছে না। তাদের তরফ থেকে কোনো চিকিৎসা না করে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে বলেও অনেক অভিভাবকের কাছ থেকে অভিযোগ উঠছে।