স্যন্দন ডিজিটাল ডেস্ক,১৮ ডিসেম্বর : ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশনের মজদুর মনিটরিং সেলের উদ্যোগে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার ডেপুটেশন প্রদান করা হয় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকার দপ্তরের অধিকর্তার কাছে। মনিটরিং সেল এর সাধারণ সম্পাদিকা মনজুলা চক্রবর্তী জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলোতে শিশুদের খাদ্য সংরক্ষণের জন্য আজ থেকে প্রায় দশ – বার বছর আগে যে সমস্ত ড্রামগুলো দেওয়া হয়েছিল সেই সমস্ত ড্রামগুলো বর্তমানে অনুপযুক্ত হয়ে পড়েছে।
যার শিঘ্রই বদল করতে হবে। বদল না করলে শিশু খাদ্য সংরক্ষণ করা তাদের পক্ষে কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া চাল ডাল সংরক্ষণ করার ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু জিনিসপত্রের প্রয়োজন। পুরনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে শৌচালয়ের ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে পুরনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর মেরামতির প্রয়োজন। গরমের মরশুম শুরুর আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করতে হবে। অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরকালীন ভাতা ৭৫০ টাকা ও ৫০০ টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা ও তিন হাজার টাকা প্রদান করা। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে প্রাক প্রাথমিক কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রাক-প্রাথমিক শিক্ষিকা হিসেবে উন্নীত করা ও সহায়িকাদের প্রাক প্রাথমিক স্তরের সহায়িকা হিসেবে উন্নীত করা।