স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : আগরতলা পুর নিগমের পক্ষ থেকে বিগত বছরের মতো এবছরের শারদ সম্মান দেওয়া হবে। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে আলোচনা করে স্থির হয় কোন কোন ক্লাবকে পূর্ব ঘোষণা অনুযায়ী ২১ টি পুরস্কার তুলে দেওয়া হবে।
এ বিষয়ে মেয়র দীপক মজুমদার জানান, দিনক্ষণ এখনো স্থির হয়নি। ২১ টি পুরস্কারের মধ্যে সেরা সেরা পাঁচটি পূজা রয়েছে। যে ক্লাবগুলোর দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় মণ্ডপ, প্রতিমা আলোকসজ্জা এবং মহিলা পরিচালিত পূজা হয়েছে তাদের সেরা সেরা পূজার পুরস্কার তুলে দেওয়া হবে। পাশাপাশি চারটি জোনালে মধ্যেও সেরা সেরা পূজার পুরস্কার তুলে দেওয়া হবে। প্রতিমা মণ্ডপ ও আলোকসজ্জার উপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হবে। চারটি জোনালের মধ্যে ১৬ টি সেরার সেরা পুরস্কার দেওয়া হবে বলে জানান মেয়র। তিনি আরো বলেন চলতি ডিসেম্বর মাসে আগরতলা শহরের এবং শহরতলীর ক্লাবগুলির মধ্যে এই পুরস্কার তুলে দেওয়া হবে। আয়োজিত বৈঠকে ডেপুটি মেয়র সহ অন্যান্য কর্পোরেটর উপস্থিত ছিলেন।