Monday, January 13, 2025
বাড়িরাজ্যসরকারি সুযোগ-সুবিধা ১০০ শতাংশ মানুষের মধ্যে পৌঁছে দিতে আহ্বান মন্ত্রী সুধাংশু দাসের

সরকারি সুযোগ-সুবিধা ১০০ শতাংশ মানুষের মধ্যে পৌঁছে দিতে আহ্বান মন্ত্রী সুধাংশু দাসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর : বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধির বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। মন্ত্রী বক্তব্য রেখে বলেন, রাজ্যে দুধের অনেক চাহিদা রয়েছে। তাই এর সেক্টরের দিকে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে।

একই অবস্থা মাছের ক্ষেত্রে। যে পরিমাণ মাছের চাহিদা রাজ্যে রয়েছে, সেই তুলনায় উৎপাদন নেই। তাই যাতে মৎস্য চাষীদের এ ধরনের কাজে আরও বেশি উৎসাহিত করে যুক্ত করার জন্য সরকার গুরুত্ব দিচ্ছে। এর জন্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে।

 এ প্রকল্পগুলি যাতে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায় তার জন্য চেষ্টা চলছে। সেটা অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রী দপ্তরের আধিকারিকদের কাছে আহ্বান জানান সময়ের কাজ সময়ে মধ্যে যাতে শেষ করা হয়। সরকার যে সমস্ত অর্থ ব্যয় করছে সেগুলি যাতে মানুষের স্বার্থে সঠিকভাবে ব্যয় হয়। এবং সঠিক সময়ের মধ্যে যাতে মানুষ সরকারি সুযোগ-সুবিধা পায় সে বিষয়ে অবগত করেন। মন্ত্রী আশা ব্যক্ত করে আরো জানান মানুষের জন্য সরকারি সিদ্ধান্ত গুলি ১০০ শতাংশ বাস্তবায়ন করবে দপ্তরের আধিকারিকরা। আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিন বেনিফিসারিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, অবশ্যই সকলকে দপ্তরে আধিকারিক এবং কর্মীদের কাছে গিয়ে অবগত হতে হবে কি ধরনের সুযোগ সুবিধা তারা পেতে পারে। সরকার চাইছে তারা যেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠতে পারে। আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক সহযোগিতা সহ অন্যান্য সুযোগ-সুবিধা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেয়ার দীপক মজুমদার সহ অন্যান্য আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য