স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ডিসেম্বর : সোমবার ও মঙ্গলবার আগরতলা গোর্খাবস্তি স্থিত প্রজ্ঞাভবনে জনজাতি কল্যাণ দপ্তরের এক পর্যালোচনা মূলক বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বৈঠকে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি এদিন সরকারি আবাসনের কর্মীদের নিয়ে আলোচনা করেন। মন্ত্রী বিকাশ দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, দুদিনের পর্যালোচনা মূলক বৈঠকে জনজাতিদের উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের জেলা অফিসার এবং মহকুমা অফিসার। সোমবার বিভিন্ন এন.জি.ও সংস্থাকে নিয়ে আলোচনা হয়। আগামী দিন জনজাতি হোস্টেল গুলিতে ছাত্র-ছাত্রীদের রেখে কিভাবে আরো গুণগত শিক্ষা দিয়ে উচ্চ শিক্ষা প্রদান করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি হোস্টেলগুলির পরিকাঠামো কিভাবে আরো বেশি উন্নত করা যায় সেদিকেও গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। মন্ত্রী আরো জানান, ট্রাইবেল ওয়েলফেয়ার মিশন থেকে জনজাতিদের উন্নতির জন্য ৩০ কোটি টাকা দেওয়া হয়েছে। সেই টাকা কিভাবে কাজে লাগিয়ে জনজাতিদের উন্নয়ন করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান মন্ত্রী।