স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : বিকশিত ভারত ২০৪৭। এই বিষয় নিয়ে সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য ও রাজ্যপালদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। রাজ্যেও প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে বক্তব্য শোনার ব্যবস্থা করা হয়। এদিন সকালে রাজভবনে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসেইন, ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে এদিন উঠে আসে দেশের লক্ষ্য বিকশিত ভারত স্বশক্তি ভারত, উন্নত ভারতের এই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত থেমে থাকা যাবে না। এদিন প্রধানমন্ত্রী বক্তব্যের পর আলোচনা করতে গিয়ে রাজ্যপাল বিভিন্ন বিষয় তুলে ধরেন। উনার বক্তব্যে উঠে আসে প্রধানমন্ত্রীর নতুন চালু করা বিশ্বকর্মা যোজনার কথাও। তিনি ত্রিপুরার শিক্ষা- স্বাস্থ্যের উন্নয়নের বিষয়ও তুলে ধরেন। রাজ্যপাল বলেন, ত্রিপুরা এডুকেশনাল হাব হতে যাচ্ছে। পরবর্তী সময়ে তিনি আবার সাংবাদিক সম্মেলন করে সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে বলেন নেশা সামগ্রী আটক করে প্রশংসনীয় ভূমিকা পালন করছে রাজ্য পুলিশ। কিন্তু ভারত – বাংলাদেশ সীমান্ত দিয়ে অনেকে নেশা সামগ্রী আদান-প্রদানের বেআইনি ব্যবসা গড়ে তুলেছে। তাদের সহযোগিতা করছে স্থানীয় কিছু মানুষ। তাদের বিরুদ্ধে স্থানীয়দের স্লোগান তুলতে হবে তারা দেশদ্রোহী। তাহলে নেশার বিরুদ্ধে মুখ্য জবাব হবে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল। এদিন প্রধানমন্ত্রী বিকশিত ভারত-২০৪৭ একটি ওয়েব পোর্টালেরও উদ্বোধন করেন।