স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : আগরতলা পুর নিগমের ২ বছর পূর্তি উপলক্ষ্যে পুর নিগমের ৭ নং ওয়ার্ডের উদ্যোগে সোমবার এলাকার গরিব দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর হিরালাল দেবনাথ সহ অন্যান্যরা। নিগমের মেয়র সহ অন্যান্য অতিথিরা এলাকার দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেন।
এক সাক্ষাৎকারে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান পুর নিগমের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে এইদিন নিগমের ৭ নং ওয়ার্ডের উদ্যোগে এলাকার দুঃস্থদের মধ্যে বস্ত্রদান করা হচ্ছে। তিনি আরও জানান দুই বছরে নিগমের প্রতিটি ওয়ার্ডে যতটা উন্নয়ন হওয়ার প্রয়োজন তার থেকে বেশি কাজ করেছে পুর নিগমে। তবে আরও কিছু কাজ বাকি রয়েছে। দুই বছরে আগরতলা পুর নিগম কি কি কাজ করেছে তার রিপোর্ট কার্ড সহসাই নিগম এলাকার প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে
আগরতলা পুর নিগমের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ২৪ নং ওয়ার্ডের উদ্যোগে এলাকাবাসীর সাথে মত বিনিময় সভা ও বস্ত্র দান হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ৯ বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব, স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলার সুখময় সাহা সহ আরো অন্যান্যরা। রাজীব ভট্টাচার্য জানান, কাউন্সিলর সুখময় সাহার উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বস্ত্র বিতরণ করা হয় বলে জানান রাজীব ভট্টাচার্য। তিনি আরো বলেন, আগরতলা পুর নিগম গত দুই বছর ধরে জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও জনগণের জন্য কাজ করে রাজ্যের উন্নয়ন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।