Tuesday, January 14, 2025
বাড়িরাজ্য২০৪৭ সালের মধ্যে ভারতকে বিকশিত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার কাজ চলছে :...

২০৪৭ সালের মধ্যে ভারতকে বিকশিত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার কাজ চলছে : কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী

উদয়পুর, ৯ ডিসেম্বর (হি.স.) :প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিকশিত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার কাজ চলছে। শনিবার টেপানিয়া ব্লকের শালগড়ায় বিকশিত ভারত সংকল্প যাত্রায় সুবিধাভোগীদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল মতবিনিময়ের সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক একথা বলেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, মহিলা, যুবক, কৃষক ও শ্রমিকসহ সমাজের সকল অংশের মানুষের সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে। সমাজের প্রান্তিক মানুষের কাছে তাদের প্রাপ্য অধিকার তুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী কাজ করেছেন। দেশের অর্থনৈতিক বিকাশ ও জনকল্যাণে বিভিন্ন প্রকল্প ও পরিষেবা রূপায়িত হচ্ছে। এ সমস্ত প্রকল্প ও পরিষেবার সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতেই বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী ২০২৬-এর মধ্যে ড্রোনের সাহায্যে জমিতে সার ও কীটনাশক ঔষধ দেওয়া পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী। বিকশিত ভারত সংকল্প যাত্রায় ১৭টি কেন্দ্রীয় ফ্ল্যাগশীপ প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল খোলা হয়। অতিথিরা সুবিধাভোগীদের হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেন। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য