স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর : ১১ ডিসেম্বর বিজেপি ক্লাব সেল ৬ আগরতলা মন্ডল আয়োজিত শারদ সম্মান-২০২৩ প্রদান করা হবে। ৬ আগরতলা মন্ডলের অধীন ৩৫ টি ক্লাব ও ৬ টি সংস্থা রয়েছে। এই গুলিকে মিলিয়ে মোট ৪১ টি পুরুস্কার প্রদান করা হবে।
প্রতিটি ক্লাবকে উৎসাহ প্রদান করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার কুমারি টিলাস্থিত বেসিক ট্রেনিং মাঠে সন্ধ্যা ৬ টায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই শারদ সম্মান প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সহসভাপতি ডাক্তার অশোক সিনহা সহ অন্যান্যরা। রবিবার রাধানগরস্থিত মন্ডল অফিসে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান বিজেপি ক্লাব সেল ৬ আগরতলা মন্ডলের কনভেনার সিদ্ধার্থ রায় চৌধুরী। সাথে উপস্থিত ছিলেন বিজেপি ৬ আগরতলা মণ্ডলের সভাপতি হিরালাল দেবনাথ, কর্পোরেটর প্রদীপ চন্দ সহ অন্যান্যরা।