স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর :এক সম্মেলনের মধ্য দিয়ে সি এফ টি ইউ আই রাজ্য কমিটি গঠন করা হয়। কমিটির গঠনের পর বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগরতলা প্রেস ক্লাবে এই বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস। তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন, গৃহ পরিচারিকা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হচ্ছে।
তাদের কোন কমিটি নেই। তাই তাদের মধ্যে যারা ষাট উর্ধ্বে রয়েছে তাদের জন্য ৩ হাজার টাকা করে পেনশনের ব্যবস্থা করা। এবং তাদের চিকিৎসার খরচ বহন করা। এর পাশাপাশি মাতৃকালীন সময়ে তাদের জন্য চিকিৎসার খরচ বহন করা। সরকারের উদ্দেশ্যে একটি দাবি সনদ দেওয়া হবে বলে জানেন তিনি।