স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি। মঙ্গলবার ২০২২-২৩ -এর যে সাধারণ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এ বাজেট অত্যন্ত হতাশার এবং দেশবাসীর হিসেবে নিজেকে লজ্জিত হওয়ার মত ঘটনা ছাড়া আর কিছু নয়। মঙ্গলবার সাংবাদিকদের সাথে বৈঠক করে বাজেট নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী। বাজেট মানে কোন ক্ষেত্রে কত টাকা আয় করা যায় এবং সেই টাকা দেশের কর্মসংস্থান, পরিকাঠামো এবং পরিষেবা ক্ষেত্রে সরকার ব্যয় করবে।
কিন্তু আজকের বাজেটে এমন কোন দিশা নেই। এ বাজেট ১৯৫২ সাল থেকে চলে আসা বাজেটে সাথে সম্পূর্ণ ভিন্ন। কল্পকাহিনীর গল্প শুধুই এ বাজেটে। এ বাজেট পেশ নাকি আগামী ২৫ বছরের দিশা দেখাবে। কিন্তু এ বাজেট আগামীদিনের দিশা দেখাতে পারে না বলে অভিমত ব্যক্ত করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী। দেশে কল-কারখানা নেই। বেকার সমস্যা মারাত্মক আকার ধারণ করে আছে। বিশেষ করে রেল নিয়ে সবচেয়ে বেশি আয় হয়। এগুলি নিয়ে কোন কথা না বলে বলছে ৬০ লক্ষ্য কর্মসংস্থান হবে। কিন্তু বাজেটে কোথাও কর্মসংস্থান কিভাবে হবে এর কোনো দিশা নেই। জনগণের টাকা দিয়ে রাস্তা তৈরি করবে বলছে। আসলেই এই সরকার একটা দেউলিয়া তা ষ্পষ্ট করে দিয়েছে। বাজেটের নাম করে তামাশা করে গেছে। জোকারের মতো এসে পাঁচালী মত বাজেট পড়ে গেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এমনটাই বললেন বিরোধী দল পক্ষ থেকে জীতেন্দ্র চৌধুরী।