স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : গত দু’বছরে আগরতলা পুর নিগম সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়ে কাজ করে চলেছে। পানীয় জল পরিষেবা, রাস্তাঘাটের উন্নয়ন, কভার ড্রেন নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো বাস্তবায়নের লক্ষ্যে আগরতলা পুর নিগম একটা নতুন গতিতে কাজ করে চলেছে।
আগরতলা শহরের সৌন্দর্যায়ন বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্ব আরোপ করেছে আগরতলা পুর নিগম। শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে গত দুবছরে আগরতলা পুর নিগমের উন্নয়নমূলক কাজগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরে এ কথা জানান প্রদেশ বিজেপি মুখোপাত্র সুব্রত চক্রবর্তী। ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে হয় এই সাংবাদিক সম্মেলন।