স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর : বিলোনিয়া থানাধীন গেরেজ টিলা এলাকায় অভিজিৎ দে ও আশীষ মজুমদার হত্যার ঘটনায় ধৃত জুটন চৌধুরীকে আদালতে সোপর্দ করল বিলোনিয়া থানার পুলিশ। শুক্রবার রাতে বিলোনিয়া থানাধীন গেরেজ টিলা এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় অভিজিৎ দে ও আশীষ মজুমদার।
বিলোনীয়া দমকল কর্মীরা আহত দুই যুবককে উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তায় মৃত্যু হয় আহত দুই যুবকের। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ শনিবার সন্ধ্যায় জুটন চৌধুরী নামে এক যুবককে গ্রেপ্তার করে। জুটন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে জুটন চৌধুরী নিজে হত্যা করেছে অভিজিৎ দে ও আশীষ মজুমদারকে। তারপর পুলিশ হত্যার কাজে ব্যবহৃত গাড়ি ও লোহার রড উদ্ধার করে।
মহকুমা পুলিশ আধিকারিক রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ধৃত জুটন চৌধুরীকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান প্রাথমিক তদন্তে জানা গেছে জুটন চৌধুরী পরিকল্পিত ভাবে হত্যা করেছে অভিজিৎ দে ও আশীষ মজুমদাকে।