Saturday, August 2, 2025
বাড়িরাজ্য২ ফেব্রুয়ারি থেকে খুলবে হোস্টেল : শিক্ষামন্ত্রী

২ ফেব্রুয়ারি থেকে খুলবে হোস্টেল : শিক্ষামন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি : বিদ্যালয় শিক্ষা দপ্তর পরিচালিত হোটেল বোডিং, উচ্চ শিক্ষা দপ্তরের অধীনে বিভিন্ন হোস্টেল এবং সাধারণ ডিগ্রী কলেজ ও ডায়াট কলেজের হোস্টেলগুলি আগামী ২ ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মহাকরণে নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, মঙ্গলবার মন্ত্রিসভায় ৪০ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য অনুমতি পাওয়া গেছে।

 ৩৬ জন প্রফেসর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর গত ৩১ জানুয়ারি রাজ্যের বিভিন্ন সাধারণ ডিগ্রী কলেজ গুলিতে পোস্টিং দেওয়া হয়েছে। ২২ জন ককবড়ক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য সিদ্ধান্ত নিয়েছে দপ্তর। টি পি এস সি কাছে ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে। টি পি এস সি বিজ্ঞাপন জারি করে নিয়োগের পরীক্ষা গ্রহণ করবে। ৩৯৫ জন আরো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ সৃষ্টির জন্য ফাইল অর্থ দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান তিনি। রাজ্যে পলিটেকনিক কলেজ গুলিতে দীর্ঘদিন ধরে শিক্ষক স্বল্পতার ছিল। ৯৪ জন শিক্ষকের প্রয়োজন ছিল। পলিটেকনিক কলেজগুলিতে মাত্র ২৯ জন শিক্ষক ছিল। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান সরকার ৫৭ জনকে পেয়েছে। ৫৭ জন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েছে। তাদের খুব দ্রুত অফার দেওয়া হবে। এতে বেকাররা সন্তুষ্ট। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিয়োগ করা হচ্ছে। আরো ৮ জনের প্রয়োজন। গুণগত শিক্ষার জন্য এখন পর্যন্ত রাজ্যের পলিটেকনিক কলেজ গুলিতে ৮৬ জন শিক্ষক-শিক্ষিকার রয়েছে। ফলে রাজ্যে পলিটেকনিক কলেজ গুলিতে শিক্ষক স্বল্পতা অনেকটাই মিটবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী শ্রী নাথ। তিনি আরো বলেন, আই সি এ টি প্রজেক্ট বিগত সরকারের আমলে বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমান সরকারের আমলে তা পুনরায় চালু করা হয়েছে। ৩২২ টি স্কুলে বর্তমানে এই প্রজেক্ট চালু রয়েছে। ২৩৯ টি স্কুলে চালু করার মঞ্জুরি পেয়েছে। পাশাপাশি স্কুলগুলিতে ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে। সরকার সবচেয়ে বেশি গুণগত শিক্ষার দিকে গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!