Saturday, April 26, 2025
বাড়িরাজ্যব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরনায় বসলো কন্টেন্ট ক্রিয়েটার

ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরনায় বসলো কন্টেন্ট ক্রিয়েটার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর : উদয়পুর এইচ ডি এফ সি ব্যাংকের সামনে ধর্নায় বসল কন্টেন্ট ক্রিয়েটার। ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে তার গুরুতর অভিযোগ। কন্টেন্ট এিয়েটর অনির্বাণ ভৌমিক একটি বেসরকারি ব্যাংকের উদয়পুর শাখার টাকা তুলতে গিয়ে ব্যাঙ্ক ম্যানেজার কর্তৃক হেনস্থার প্রতিবাধে ব্যাঙ্কের সামনে ধর্না বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দীর্ঘ দিন ধরে উদয়পুর এই ব্যাংক শাখার ম্যানেজার সুমন বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি গ্ৰাহকদের সাথে দূরব্যবহার করেন।

 বহু বার ম্যানেজার সুমন বিশ্বাসকে সতর্ক করে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি উনার চরিএ বদলাতে পারে নি। অবশেষে কনটেন্ট ক্রিয়েটার অনির্বাণ ভৌমিক শুক্রবার উদয়পুর পুরানো মটরস্ট্যান্ড এইচ ডি এফ সি শাখার সামনে ধর্নায় বসে।অভিযোগ তিনি একজন ব্যাঙ্কের গ্ৰাহক। নিজের জমানো টাকা প্রয়োজন মতো তুলতে পারছে না। ব্যাঙ্কের ম্যানেজারের গাফিলতির কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন। গত ২০-২৫ দিন ধরে উদয়পুর শাখা এসে কোন সুবিধা করতে না পেরে আগরতলা প্রধান শাখায় গিয়ে সমস্ত ঘটনা জানিয়ে আসে।

বৃহস্পতিবার যথারিতি ব্যাঙ্কে আসলে পরে তার সঙ্গে দূরব্যবহার করা হয় বলে অভিযোগ অনির্বাণের। শুক্রবার অনির্বাণ ভৌমিক তার ন্যায্য টাকা পাওয়ার দাবিতে ব্যাঙ্কের সামনে ধর্নায় বসে।খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের বক্তব্য ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে কথা বলে অনির্বাণ ভৌমিক যাতে তার টাকা তুলতে পারে সেই বিষয়ে কথা বলবেন। অনির্বাণ ধর্না চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ব্যাঙ্কের তরফ থেকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউ। পরবর্তী সময়ে উদয়পুরের সাংবাদিকরা অনির্বাণ ভৌমিককে উদয়পুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া জন্য সাহায্য করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য