Saturday, February 8, 2025
বাড়িরাজ্যবাড়ানো হলো নৈশ কারফিউ

বাড়ানো হলো নৈশ কারফিউ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জানুয়ারি : রাজ্যে সংক্রমণ আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য নৈশ কারফিউ বাতিল করার সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার। ১ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে নৈশ কারফিউ। রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ১০০ শতাংশ ছাত্রছাত্রী নিয়ে চলবে স্কুলের পঠন পাঠন। সামাজিক অনুষ্ঠানে উপস্থিতির হার থাকবে ৭৫ শতাংশ।

সিনেমা হল, মাল্টিপ্লেক্স এবং সুইমিংপুল ৫০ শতাংশ নিয়ে খোলা রাখা যাবে। জিমনাস্টিক, নাপিত, বিউটি পার্লার, খেলাধুলা ইত্যাদি ক্ষেত্রে ৫০ শতাংশ খোলা রাখা যাবে। সরকারি এবং বেসরকারি অফিসে ১০০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে হবে। রেস্টুরেন্ট এবং ধাবা রাত ৯ টা পর্যন্ত ৫০ শতাংশ লোক নিয়ে খোলা রাখা যাবে। এক্ষেত্রে কোভিড বিধি নিষেধ মেনে সামাজিক অনুষ্ঠান করতে হবে। বসার জন্য আসনেই মধ্যে ২ গজ দূরত্ব বজায় থাকতে হবে। পাশাপাশি বাজার, হাট, অফিস-আদালত সর্বত্র কোভিড নির্দেশিকা মানতে হবে। কেউ যদি নির্দেশিকা লংঘন করে তাহলে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে কঠোর আইনত ব্যবস্থা। কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ঢিলেমি করা হবে না। পাশাপাশি মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। মাস্ক পরিধান না করলে দুই শতাধিক টাকা জরিমানা আদায় করা হবে। সোমবার রাতে রাজ্যের মুখ্যসচিব কুমার অলক এক বিবৃতির মাধ্যমে এ বিষয়ে জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য