স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জানুয়ারি : রাজ্যে করোনায় মৃত্যুর মিছিল যেন রুখছে না। সংক্রমনের গতি অনেকটাই নিম্নমুখী হলেও মৃত্যু গতি ক্রমশ বেড়েই চলেছে। রাজ্যে মৃত্যু হয়েছে আরো ৪ জনের।
গত ২৪ ঘন্টায় ২২৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে পশ্চিম জেলায় সংক্রমিত ৩০ জন, সিপাহীজেলা জেলায় সংক্রমিত ৪ জন, খোয়াই জেলায় সংক্রমিত ২ জন, গোমতি জেলায় সংক্রমিত ১৩ জন, দক্ষিণ জেলায় সংক্রমিত ৬ জন, ধলাই জেলায় সংক্রমিত ৭ জন, ঊনকোটি জেলায় সংক্রমিত ৮ জন, উত্তর জেলায় ৯ জন। সংক্রমণের হার ৩.৫৩ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ৪,৩০৭ জন। তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলা চলে। সংক্রমনের প্রতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে লাগামহীনভাবে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পেছনে মূলত কি কারণ রয়েছে তা নিয়ে কোনো স্পষ্টীকরণ নেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের। ফলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সংক্রমণে সংকটজনক রোগীর পরিবার-পরিজনদের মধ্যে।