স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জানুয়ারি : তামিলনাড়ুতে মিশনারি স্কুলে পাঠরত ছাত্রী লাবণ্য নামে একটি মেয়েকে ধর্ম পরিবর্তনের জন্য স্কুল থেকে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। অবশেষে বাধ্য হয়ে সে আত্মহত্যা করে সেই ছাত্রী। তারই প্রতিবাদে সারা দেশের সঙ্গে রাজ্যেও সোমবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিক্ষোভ প্রদর্শন করে দোষীদের শাস্তির দাবিতে।
এদিন রবীন্দ্র ভবনের সামনে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই ঘটনা নিছক আত্মহত্যা নয়। তাই রাষ্ট্রপতির উদ্দেশ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আবেদন ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তামিলনাড়ু সরকার। কোন ভাবেই এই ঘটনা যাতে ধামাচাপা না পড়ে সে বিষয়টি দেখার জন্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে আবেদন জানান তারা। দোষীদের শাস্তি প্রদান না হওয়া পর্যন্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ লড়াই চালিয়ে যাবে বলে জানায় বিক্ষোভকারীরা।