স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জানুয়ারি : রবিবার বাড়ি ফেরার পথে আক্রান্ত হয়েছেন চাকুরিচ্যুত এক শিক্ষক। এদিন দুপুর তিনটা নাগাদ চাকরিচ্যুত শিক্ষক সিদ্ধার্থ দাস ৭৯ টিলা স্থিত জগতপুর এলাকায় পৌঁছাতেই সমাজদ্রোহীরা মারধোর করে। মাথায় ইট দিয়ে আঘাত করে। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে চাকরিচ্যুত শিক্ষককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার না করায় অবশেষে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের সংগঠন জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩ -এর এক প্রতিনিধি দল এনসিসি থানায় গিয়ে সোমবার দুপুরে মামলা রুজু করে।
পরবর্তী সময় চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তার দাবিতে পশ্চিম জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে। এবং দাবি জানায় আগামী ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্তদের যাতে গ্রেপ্তার করা হয়। নাহলে নিজেরাই নিজেদের আত্ম রক্ষার দায়িত্ব নেবে বলে হুঁশিয়ারি দেন প্রতিনিধিদলে উপস্থিত বিজয় কৃষ্ণ সাহা। তিনি জানান এদিনের প্রাণঘাতী হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। স্বরাষ্ট্রমন্ত্রী চাকরিচ্যুতদের শিক্ষকদের নিরাপত্তা দিতে পারছেন না। এবং পুলিশ দলদাসে পরিণত হয়েছে। রাজ্যে গণতন্ত্র বলতে কিছু নেই। স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দায়িত্ব থেকে সরে গেলে পারেন। আর যদি দায়িত্বে থাকেন তাহলে যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে এমনটাই হুঁশিয়ারি সুরে বললেন বিজয় কৃষ্ণ সাহা। প্রতিনিধি দলের এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কনভেনার কমল দেব সহ অন্যান্যরা।