স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জানুয়ারি : কামাল ঘাটের বাজার টিলা এলাকায় ঘরে প্রবেশ করে মহিলাকে খুনের ঘটনায় অভিযুক্ত তহসিল দেববর্মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। উল্লেখ্য, বিগত ২০১৮ সালের ১৭ ডিসেম্বর কামালঘাটের বাজারটিলা এলাকায় ঘরে ঢুকে এক মহিলাকে কুড়াল দিয়ে নৃশংশ ভাবে হত্যা করা হয়। মৃতার নাম শুভলক্ষী দেববর্মা।
পরবর্তী সময় লেফুঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্তে করে স্থানীয় তহসিল দেববর্মাকে গ্রেপ্তার করে। পুলিশের তদন্তের পর শুরু হয় কাস্টডি ট্রায়াল। সাক্ষ্যবাক্য গ্রহণ শেষ হয়ে যায় ২০১৯ সালে। আর এরই মধ্যে দুই চিকিৎসক যারা ময়না তদন্ত করেছিল তারা বদলি হয়ে যাওয়ায় কিছুটা সময় লাগে। পুলিশ ২০১৯ সালের ২৯ মে চার্জসিট জমা দেয়। তারপর ২০ জনের সাক্ষ্যবাক্য গ্রহণের পর সোমবার পশ্চিম জেলা ও দায়রা আদালত তহসিল দেববর্মাকে দোষী সাব্যস্ত করে। এবং যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। সারকারি আইনজীবী অরবিন্দ দেব জানান ৩০২ ধারায় যাবজ্জীবন সাজা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৬ মাসের জেল। ৩২৪ ধারায় এক বছর সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৪ মাসের জেল। ৪৪৮ ধারায় ৫০০ টাকা জরিমানা অনাদায়ের দুই মাসের জেল ঘোষনা করেন বিচারপতি।