স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জানুয়ারি ; কোভিড পরিস্থিতির জন্য বিগত দু’বছর ধরে চলছে স্কুল ধাপে ধাপে বন্ধ। স্কুলের স্বাভাবিক পঠন পাঠন ব্যহত হয়। এই অবস্থায় স্কুলমুখী হতে পারেনি পড়ুয়ারা। কিন্তু এই পরিস্থিতি শিশুদের মানসিক বিকাশ ও শিক্ষার সার্বিক বিকাশের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাড়াচ্ছিল। যে কারনে বিদ্যালয় শিক্ষা দপ্তর আলোচনা ক্রমে সিদ্ধান্ত নেয় প্রি পাইমারি থেকে শুরু করে দ্বাদশ স্রেনি পর্যন্ত সমস্ত ক্লাশ খুলে দেওয়ার। সোমবার থেকে সেই নির্দেশ মোতাবেক শুরু হয়েছে ক্লাশ।
১০০ শতাংশ ছাত্রছাত্রী নিয়ে এদিন থেকে সমস্ত স্কুল গুলিতে ক্লাশ শুরু হয়। কোভিড বিধি মেনে ক্লাশ নেওয়ার পক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিনে অনেক ছাত্র ছাত্রী স্কুল মুখী হয়। রাজধানীর সবকটি স্কুলে এ চিত্র পরিলক্ষিত হয়। শিক্ষক শিক্ষিকারা জানান, সমস্ত কোভিড নির্দেশ মেনে স্কুল খুলে দেওয়া হয়েছে। মাস্ক পরিধান আবশ্যক করা হয়েছে। পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে। বিদ্যালয়ের রুটিন মেনে সমস্ত ক্লাশ এদিন নেওয়া হয়। স্কুল খুলে যাওয়ার খুশি ছাত্রীরা। সবাই একসঙ্গে অনেক দিন পর স্কুল মুখী হতে পারছে। পাশাপাশি স্কুল খোলায় পরীক্ষার প্রস্তুতির জন্য ভাল হবে বলে জানায় ছাত্রীরা।