স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জানুয়ারি : রাজ্যের সাধারণ ডিগ্রী কলেজগুলি পঠন-পাঠনের বিষয় অধ্যাপকের স্বল্পতা একটি বড় সমস্যা। রাজ্যে মোট ২২ টি সাধারণ ডিগ্রী কলেজে ৬৬১ টি সহকারি অধ্যাপক পদের মধ্যে এখনো প্রায় দুই শতাধিক অধিক শূন্যপদ রয়েছে। ইউজিসি গাইডলাইন অনুসারে ছাত্র-শিক্ষক অনুপাতে বর্তমানে প্রায় ২১০০ জন সহকারি অধ্যাপক পদ থাকা প্রয়োজন। যা কলেজগুলিতে নেই। তাই সরকার যাতে কলেজগুলোতে সহকারি অধ্যাপক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করে তার জন্য দাবি জানায় ত্রিপুরা নেট স্লেট পি এইচ ডি ফোরাম।
সোমবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান সংগঠনের সভাপতি প্রনয় দেব। তিনি বলেন, ২২ সাধারণ ডিগ্রী কলেজের মধ্যে ২০ টি কলেজে নেই অধ্যক্ষ। রাজ্যের সাধারণ ডিগ্রী কলেজ গুলোর পাশাপাশি পেশাগত কলেজগুলিতে নেই পর্যাপ্ত শিক্ষক। যার ফলে কলেজের নানা কাজে সমস্যা সমাধান হচ্ছে না। বর্তমানে যাচ্ছে প্রায় ৫৩ হাজারের অধিক ছাত্র-ছাত্রী রয়েছে কলেজগুলিতে। অধ্যাপক সংকটে জর্জরিত কলেজের নিয়মিত ক্লাস করার সুবিধা থেকে বঞ্চিত ছাত্রছাত্রীরা। তাই কলেজগুলিতে অতিসত্বর যাতে অধ্যক্ষ নিয়োগ করা হয় এবং সহকারি অধ্যাপকের শূন্য পদ যাতে পূরণ করা হয় তার জন্য দাবি জানান সংগঠনের নেতৃত্বরা। পাশাপাশি শূন্যপদ পূরণের বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এদিনের এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন আলী।