Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যগোমতী নদীতে তলিয়ে যাওয়ার পথে ২০ পরিবারের বসত ঘর

গোমতী নদীতে তলিয়ে যাওয়ার পথে ২০ পরিবারের বসত ঘর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : গোমতী নদীতে তলিয়ে যাচ্ছে বসত ঘর। প্রশাসন নিরব দর্শক। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করল মেলাঘর পুর সভার আট নম্বর ওয়ার্ড এলাকার কুড়ি পরিবার। জানা যায় প্রায় ২০ পরিবারের গোমতী নদী গ্রাস করে ফেলছে, ফলে বহু পরিবার আজ গৃহহারা হতে চলেছে। গোমতী নদীর ভাঙ্গন রুখতে বসত বাড়িগুলো রক্ষা করার জন্য প্রশাসনের এখন পর্যন্ত কোন ভূমিকা নেই।

অসহায় পরিবার গুলির অবস্থা বর্তমানে করুন। পুনরায় জমি ক্রয় করে বসবাস করার মত ক্ষমতা তাদের নেই। কিন্তু বাম আমলে তিনটি পরিবারকে রক্ষা করার জন্য গোমতী নদীর পারে বোল্ডার পালানোর জন্য ব্যবস্থা করলেও এই কুড়ি পরিবারের জন্য বোল্ডার দেওয়া হয়নি। এই পরিবারগুলো এক সময়ে সি পি আই এম থাকাকালীন তাদের বাড়িঘরগুলি গোমতী নদীর ভাঙ্গন থেকে রোধ করার জন্য রাস্তা অবরোধ পর্যন্ত করেছিল। ২০১৮ সালের বিজেপি সরকার আসার পর পরিবার গুলো তাদের বসতবাড়িগুলি গোমতী নদীর ভাঙ্গন থেকে রোধ করার জন্য প্রশাসনিক কোন জায়গা বাদ দেয়নি। তারপরেও তাদের সমস্যা বুঝার জন্য কেউ এগিয়ে আসেনি। বিজেপি সরকার আমলে ও কৃষি ফসল জমি রক্ষা করার জন্য গরুরবান্দ গ্রাম তুলিতে বোল্ডার ফালানো হয়। অথচ এই পরিবারগুলোকে নদী ভাঙ্গনের  রোদ থেকে রক্ষা করার জন্য কোন ভূমিকা গ্রহণ করছে না।।

তবে এই কুড়ি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি, গোমতী নদীর আক্রমণ শিকার হয়েছেন মনির হোসেনের পরিবার। বর্তমানে নদী ভেঙে মনির হোসেনের বসত বাড়ি কিনারায় এসে পড়েছে। বিগত দিনেও গোমতী নদীর বুকে মনির হোসেনের দুটি ঘর চলে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের কাছে অসহায় পরিবারের মহিলারা দাবি জানায় যাতে তাদের সমস্যা নিরসনের জন্য ব্যবস্থা গ্রহণ করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য