স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : নিজ বাড়ির অদূরে ধান ক্ষেতের ড্রেইন থেকে উদ্ধার বলরাম সাহা নামে এক ব্যক্তির মৃতদেহ। ঘটনা পশ্চিম ভুবনবন চান্দিনা মুড়া এলাকায়। ঘটনাস্থলের অদূরে রয়েছে রক্তের দাগ। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলরাম সাহাকে। ঘটনার তদন্তে ডগ স্কোয়ার্ড ও ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। জানা যায়, শনিবার রাতে বলরাম সাহা নেতাজি সংঘ ক্লাবের একটি মিটিং-এ গিয়েছিলেন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে থানায় মিসিং ডাইরিও করা হয়। এরই মধ্যে রবিবার সকালে বাড়ির অদূরে ধান ক্ষেতের একটি ড্রেইন থেকে বলরাম সাহার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থলের অদূরে রয়েছে রক্তের দাগ। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ শনাক্ত করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। মৃত ব্যক্তির এক নিকট আত্বীয় জানান শনিবার রাতে স্থানীয় নেতাজি সংঘ ক্লাবের মিটিং-এ উপস্থিত ছিল। মিটিং শেষ হওয়ার পর একজনের সাথে চা খেতে যায়। তারপর থেকে নিখোঁজ হয়ে যান বলরাম সাহা। এরই মধ্যে এলাকার এক মহিলা রবিবার সকালে ধান ক্ষেতের ড্রেইনে বলরাম সাহার মৃতদেহ দেখতে পায়।
খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনাস্থলের অদূরে লিচু বাগানে রক্তের দাগ রয়েছে। ওনার অভিযোগ পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলরাম সাহাকে। ঘটনাস্থলে কিছু লাউ পরে রয়েছে। পরিকল্পিত ভাবে সবকিছু করা হয়েছে বলে জানান তিনি। এইদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশও প্রাথামিক ভাবে অনুমান করতে পেরেছে এইটা হত্যার ঘটনা। তাই কাল বিলম্ব না করে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ডগ স্কোয়ার্ড ও ফরেনসিক বিশেষজ্ঞদের। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এখন দেখার পুলিশ এই হত্যার ঘটনার কিনারা করতে সক্ষম হয় কিনা।