স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : পূর্বের শত্রুতা জেরে দুর্বৃত্তদের হাতে বাড়িতে চলল গুলি। ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ উদ্ধার করল পিস্তল সহ বুলেট। ঘটনা শুক্রবার সন্ধ্যা পাঁচটা নাগাদ রাজধানীর বড়জলা এলাকায় শক্তিপদ পালের বাড়িতে।
জানা যায়, দুর্বৃত্তরা এদিন সন্ধ্যায় স্কুটি চেপে তার বাড়ির সামনে এসে বসত ঘরে গুলি চালায়। পরবর্তী সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়ির মালিক শক্তিপদ পালের অভিযোগ মনিপুরী পাড়ার রাকেশ রায় ও পিন্টু দেবনাথ নামে দুজন গুলি চালিয়েছে। পুলিশ অভিযোগ পেয়ে পিন্টু দেবনাথ এর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। অপর অভিযুক্ত রাকেশ রায়ের বাড়িতে গিয়ে অভিযান চালালেও পুলিশ তাকে আটক করতে পারেনি। তবে তার বাড়ি থেকে ৭.৬৫ এম এম পিস্তল সহ দুটি বুলেট উদ্ধার করেছে পুলিশ। এন.সি.সি থানা পুলিশ অস্ত্র আইন অনুযায়ী মামলা নিয়ে ঘটনার তদন্ত করেছে। এদিকে পিন্টু দেবনাথের অভিযোগ, খেলা নিয়ে গত কয়েকদিন আগে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন।
তারপরই দুদিন বাদে বাড়িতে বোমা নিক্ষেপ করেছিল। বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়েছিল এনসিসি থানায়। গত দুই তিন দিন ধরে তিনি সেই ঘটনা নিয়ে পুলিশ অভিযুক্তদের পাকড়াও করবে বলে বড়জলা বাজারে স্থানীয়দের মধ্যে গুঞ্জন সৃষ্টি করেছিলেন। এরই মধ্যে শুক্রবার সন্ধ্যায় বাড়িতে ফের চলল গুলি। কিন্তু এলাকায় কারো সাথেই তার কোন শত্রুতা নেই বলে জানান। এবং তিনি রাজনীতির সাথে জড়িত নয়। তারপরও এই ঘটনার কেন সংগঠিত হয়েছে সে বিষয়টা নিয়ে তিনি যথেষ্ট চিন্তিত। তবে এই গুলি কান্ডে হতাহতের কোন খবর নেই।