স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : শনিবার সকালে চাকরি দাবিতে আবারো জমায়েত হল ২০২২ সালে টেট পরীক্ষার্থীরা। তাদের দাবি দ্রুত ফলাফল প্রকাশ করে একসাথে সকলকে নিয়োগ করার জন্য। দীর্ঘদিন ধরে রাজ্যে এই ট্রেডিশন চলে আসছে।
প্রথমে পরীক্ষায় বসে টেট উত্তীর্ণ হওয়া এবং পরে সকলকে একসাথে নিয়োগ করার জন্য দাবি জানিয়ে শহরে মাঠঘাট গরম করা। ব্যতিক্রম হচ্ছে না এবারও, বিগত বছরের পরীক্ষার্থীরা চাকরির প্রত্যাশা গত কয়েক মাস ধরেই রাস্তাঘাটে আন্দোলন করে চলেছে।
কখনো টি আর বি টি অফিসে, আবার কখনো শিক্ষা ভবনে গিয়ে চাকরির দাবি করছে। শনিবার রাজধানীর সিটি সেন্টারে তারা জমায়েত হয়, সেখান থেকে তারা সরকারের উদ্দেশ্যে দাবি তোলা দ্রুত ফলাফল প্রকাশ করে সকলকে একসাথে নিয়োগ করার জন্য। এবং তারা জানায় বর্তমানে রাজ্যে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। রাজ্যের স্কুলগুলিতে চরম শিক্ষক সংকট হয়ে আছে। সরকারের যে আইন জটিলতা রয়েছিল, তা কেটে গেছে। সরকার চাইলে দ্রুত নিয়োগ করতে পারে। কিন্তু নিয়োগ নিয়ে বিলম্ব করছে বলে অভিযোগ তুলেন তারা।