স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জানুয়ারি: দল বিরোধী কাজের জন্য স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আগে ভারতের জনতা পার্টির পক্ষ থেকে নয়জন নেতৃত্বেকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। রবিবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের পুনরায় দলে স্থান দেওয়া হয়। আগামীদিনের দলের স্বার্থে তারা কাজ করবে। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক টিংকু রায়।
সঙ্গে উপস্থিত স্বশাসিত জেলা পরিষদের বিরোধী দলনেতা অংশু কুমার ত্রিপুরা। তিনি তিপ্রা মথার বিরুদ্ধে সরাসরি আঙ্গুল তুলে বলেন, এ ডি সি -তে বর্তমানে ১০ জন এম ডি সি রয়েছেন। কিন্তু তিপ্রা মথা বলছে তারা নাকি তিপ্রাসা বিরোধী। কিন্তু এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভাবে ভিত্তিহীন। কারণ বিজেপির শরিক দল আই পি এফ টি যদি বিগত এ ডি সি নির্বাচনে কয়েকটি আসন পেত তাহলে এ ডি সি -তে আজ ক্ষমতা থাকতো বিজেপি এবং আইপিএফটি। তবে বিজেপি ফলাফল এডিসি -তে খারাপ হয়নি। ১১ টি আসানে লড়াই করে ১০ টি আসনে জয়ী হয়েছে বিজেপি। এমনকি সাংসদ রেবতী কুমার ত্রিপুরা লোকসভা নির্বাচনে ব্যাপক ভোটে নির্বাচিত হয়েছেন। সুতরাং তিপ্রা মথার বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান তিনি। তিনি বলেন, গ্রেটার তিপরাল্যান্ডের নাম করে তিপ্রা মথা নির্বাচনী বৈতরণী পার হয়েছে। তারা মানুষের আবেগ নিয়ে খেলছে। এ ডি সি-তে বিল আনা হয়েছে বলে বিভ্রান্ত করছে মানুষকে। কিন্তু এখন পর্যন্ত রাজ্যপাল এবং রাজ্য সরকারের কাছে এপ্রিলে কোন প্রস্তাব আসে নি। সুতরাং তাদেরকে ধরনের অপপ্রচার তীব্র ষড়যন্ত্রমূলক। আগামী নির্বাচনে তারা এ ধরনের সুযোগ পাবে না। এবং তারা যে গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা বলছে তা সম্পূর্ণভাবে অবাস্তব বলে জানান তিনি।