স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জানুয়ারি : রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসলে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ৩ জনের। সংক্রমিত ১৮৬ জন। পশ্চিম জেলায় সংক্রমিত ৭৬ জন, সিপাহীজলা জেলাতে সংক্রমিত ১৫ জন, খোয়াই জেলাতে ৪ জন, গোমতি জেলাতে ১৯ জন, দক্ষিণ জেলায় ২২ জন, ধলাই জেলায় ১৯ জন, ঊনকোটি জেলায় ১০ জন, উত্তর জেলায় ২১ জন। সংক্রমণের হার ৩.৭৬ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ৫১৩০ জন।
রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে যেসব নির্দেশিকা লাগু করা হয়েছিল তাতে অনেকটাই সাফল্য এসেছে বলা চলে। কারণ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে সংক্রমণ রাজ্যে লাগামহীনভাবে বেড়ে চলেছিল। কিন্তু করোনা সংক্রমনের গতি রুখতে নৈশ কারফিউ রাত আটটা থেকে কঠোরভাবে বলবৎ হয়েছিল। পাশাপাশি সিনেমা হল, বিনোদন পার্ক, পিকনিক স্পট বন্ধ করে দেওয়ায় অনেকটাই সাফল্য উঠে এসেছে বলে অভিমত অভিজ্ঞ মহলের।