স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : জল নিয়ে দুইবাড়ির বিবাদ ঘিরে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার চারজন। ঘটনা বিলোনিয়া থানাধীন বগাচাতল এলাকায়। থানায় মামলা হয়েছে ১২ জনের বিরুদ্ধে। রাজনগর মন্ডল সভাপতি রঞ্জিত সরকার আঙ্গুল তুলেন সিপিআইএমের দিকে। মন্ডল সভাপতির অভিযোগ সিপিআইএমের দুর্বৃত্তরা শাসক দলের এক কর্মীকে নৃশংসভাবে খুন করেছে। এদিকে ঘটনার বিবরণে জানা যায়, অটল জলধারা মিশনে পাইপ লাইনের মাধ্যমে সরবরাহকৃত পানীয় জল নিয়ে পাশ্ববর্তী দুই বাড়ি রাজকুমার ত্রিপুরা ও বাদল ত্রিপুরা পরিবারের মধ্যে বিবাদ শুরু হয় গত বুধবার দুপুরে। এই ঝগড়া বিবাদ বৃহস্পতিবার রাত পর্যন্ত গড়ায়। অবশেষে রুপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে।
এই ঝগড়ার ফলে বাদল ত্রিপুরা নাকি তার ভাই সহ আরো কয়েকজন মিলে মুখে কাপড় বেঁধে দা, লাঠি সোটা নিয়ে রাজকুমার ত্রিপুরার বাড়িতে আক্রমন চালায় জানায় রাজকুমার ত্রিপুরার পরিবার বলে অভিযোগ। এই আক্রমনে রাজকুমার ত্রিপুরার পরিবারের চার জন আহত হয় । অপরদিকে বাদল ত্রিপুরা প্রতিরোধের মুখে পড়ে গুরুতর আহত হয়ে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এই সংঘর্ষে উভয় পক্ষের আহত হয়ে বেশ কয়েকজন বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে রাজকুমার ত্রিপুরার পরিবারের মধ্যে মোট চার জন আহত হলেও অপরদিকে গুরুত্বর আহত হয় বাদল ত্রিপুরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা নাগাদ বিলোনীয়া থানাধীন বগাচতল এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার গভীর রাতেই বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাদল ত্রিপুরার। পুলিশ ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতেই চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য বিলোনিয়া থানাতে নিয়ে আসে। চলছে জিগাসাবাদ। মৃতের পরিবারের পক্ষ থেকে ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।