Monday, January 13, 2025
বাড়িরাজ্যঊনকোটি জেলা হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা

ঊনকোটি জেলা হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পরিদর্শনে যাওয়ার আগেই দৌড়ঝাঁপ স্বাস্থ্য দপ্তরের শীর্ষ মহলের। শুক্রবার কৈলাসহরের ভগবান নগর স্থিত ঊনকোটি জেলা হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. সুপ্রিয় মল্লিক। তিনি হাসপাতালের সমস্ত বিভাগের খোঁজ খবর নেন। জেলা হাসপাতাল পরিদর্শনের সময় উনার সাথে ছিলেন জেলা মুখ্য চিকিৎসা আধিকারিক ডা. শঙ্খ শুভ্র দেবনাথ সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

আগামী রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেলা হাসপাতাল পরিদর্শনে যাবে বলে স্বাস্থ্য অধিকর্তা জানান। কেন্দ্রীয় মন্ত্রীর জেলা হাসপাতাল পরিদর্শনকে কেন্দ্র করে তিনি কৈলাসহরে আসেন বলে জানা গেছে। তিনি বলেন, হাসপাতালের বেশ কিছু অবস্থার এখনো উন্নতির প্রয়োজন রয়েছে। আগামী দিনে এইসব বিষয় খতিয়ে দেখে তার সমাধান করা হবে। তিনি হাসপাতালের ক্যাবিনে গিয়ে পদ্মশ্রী থাঙ্গা ডার্লং -এর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। জেলা হাসপাতালে বিধায়ক বীরজিৎ সিনহা স্বাস্থ্য অধিকর্তার সাথে স্বাস্থ্য পরিষেবা বিষয়ে আলোচনা করেন। এবং স্বাস্থ্য অধিকর্তাকে এলাকার বিধায়ক বীরজিৎ সিনহা বলেছেন বিধায়ক উন্নয়ন তহবিল থেকে জেলা হাসপাতাল ও আর.জি.এম হাসপাতালের আই.সি.ইউ বিভাগ চালুর ক্ষেত্রে পাঁচটি করে আই.সি.ইউ শয্যা দেওয়া হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য