স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : বিলোনীয়া মহকুমার ভারত চন্দ্র নগর ব্লকের অন্তর্গত নেতাজি সুভাষ গ্রাম পঞ্চায়েতের উত্তর পাড়ার রাস্তাটি আগামীদিন কালো পিচের বড় রাস্তা হবে। কিন্তু বর্তমানে কালো পিচের বড় রাস্তাতো দূরের কথা, বর্তমানে সংস্কারের অভাবে ভুগছে। ব্লকের বিডিও থেকে পঞ্চায়েত সমিতির জন প্রতিনিধিরা বার বার পরিদর্শন করে রাস্তা তৈরির আশ্বাস দিলেও গত প্রায় ৫ – ৭ বৎসর রাস্তার কোন কাজই হয় নি বলে অভিযোগ।
রাস্তা সংস্কারের জন্য ব্লকে গেলে তারা কর্ণপাত করছে না। ফলে এলাকা বাসীর দূর্ভোগের শেষ নেই। বিলোনীয়া মহকুমার ভারত চন্দ্র নগর ব্লকের অন্তর্গত নেতাজি সুভাষ গ্রাম পঞ্চায়েতের উত্তর পাড়ার রাস্তাটি এখন জনগনের মরন দশায় পরিণত হয়ে আছে। উত্তর ভারত চন্দ্র নগর, কালন ঢেপা এবং বিলোনীয়া শহরে যাতায়াতের অন্যতম একটি গুরুত্বপূর্ন রাস্তা। প্রায় প্রতিদিন এই রাস্তা দিয়ে ৮ -১০ হাজার মানুষ যাতায়াত করে। অথচ একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার বা তৈরীর বিষয়ে সম্পুর্ন উদাসীন সরকার। নেতাজি সুভাষ নগর গ্রাম পঞ্চায়েতের উত্তর পাড়ার রাস্তাটি দ্রুত সংস্কার করে না দিলে বৃহত্তর আনন্দোলন গড়ে তোলা হবে, এর জন্য দায়ি থাকবে প্রশাসন এবং সরকার। কারণ রাস্তাটি দিয়ে কোন সংকটাপন্ন রোগীকে হাসপাতাল নিয়ে যাওয়া যাচ্ছে না।
এবং এলাকার কচিকাঁচারা স্কুলে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছে। তাই রাস্তাটি দ্রুত সংস্কারে হাত লাগানোর দাবি করা হচ্ছে। তবে অভিযোগ অনুযায়ী স্পষ্ট যে প্রতিশ্রুতি ভোটের আগে দেওয়া হয়েছিল, তার উপর আর আস্থা রাখতে পারছে না এলাকাবাসী। তাই এবার আন্দোলনের কথা বলছে তারা।