স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ নভেম্বর : রাজধানীর আমতলী থানা এলাকায় কালী মন্দিরে চুরির ঘটনায় যুক্ত অভিযুক্তকে আটক করল ধর্মনগর থানার পুলিশ। ধৃত যুবকের নাম নজরুল ইসলাম। বাড়ি ধর্মনগর মহকুমার জালাই বাড়ি এলাকায়।
গত ২৮ অক্টোবর গভীর রাতে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কালী মন্দিরে চুরি ঘটনা সংগঠিত হয়৷ এতে মন্দির থেকে নগদ টাকা চুরি করে নিয়ে যায় চোর ৷ চুরি করে প্রায় দীর্ঘদিন ধরেই পুলিশের নাগালের বাইরে ছিল চোর৷ অবশেষে উত্তর জেলার ধর্মনগর আই.এস.বি.টি সংলগ্ন এলাকা থেকে সেই চোর নজরুল ইসলামকে পাকাড়াও করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ৷ ধর্মনগর থানার পুলিশ ধৃতকে আমতলী থানার মামলায় আটক করেছে৷ ইতিমধ্যে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷