স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজন করা হবে হেরিটেইজ ফেস্ট-২০২৩। এই হেরিটেইজ ফেস্ট নেহেরু যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে ২৩ নভেম্বর থেকে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে আয়োজক কমিটির পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির চেয়ারম্যান তপন লোধ, কনভেনার দেবাশিষ মজুমদার, সহসভাপতি তথা আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী সহ অন্যান্যরা। দেবাশিষ মজুমদার জানান এই হেরিটেইজ ফেস্টে দেশের ২৫ টি রাজ্য থেকে প্রতিনিধি অংশগ্রহণ করবে। তার পাশাপাশি নেপাল, ভূটান, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ থেকে প্রতিনিধি আসবে। এই নিয়ে দ্বিতীয়বার ত্রিপুরা রাজ্যে হেরিটেইজ ফেস্টের আয়োজন করা হয়েছে। ২৩ নভেম্বর বিকালে হেরিটেইজ ফেস্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত থাকবেন মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।