স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ নভেম্বর : লোকসভা নির্বাচনের আগে অস্তিত্ব খুঁজতে বৈঠকে বসলো আই.পি.এফ.টি। সোমবার আগরতলা প্রেস ক্লাবে বৈঠকে উপস্থিত ছিলেন আই.পি.এফ.টি সভাপতি প্রেম কুমার রিয়াং এবং সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আই.পি.এফ.টি সভাপতি প্রেম কুমার রিয়াং বলেন, আই.পি.এফ.টি দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক হয়। বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।
ডিসেম্বর মাসে দলের ব্লক কমিটি, জেলা কমিটি সহ সমস্ত কর্মীদের নিয়ে তিপরাল্যান্ড সহ বিভিন্ন দাবিতে জমায়েত করা হবে। পাশাপাশি দলের আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি। উল্লেখ্য, দলের বর্তমানে অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আই.পি.এফ.টি ছেড়ে শাসক দল ও তিপ্রা মথায় যোগদান করেছে বহু কর্মী সমর্থক। তাদের পুনরায় দলে ফিরিয়ে আনতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আর.পি.এফ.টি -কে। এর জন্য সংগঠনের যুবশক্তিকে কাজে লাগানো অত্যন্ত প্রয়োজন বলে মনে করছে দলের নেতৃত্ব। দ্বিতীয়বার ক্ষমতায় শরিক দল হয়ে ফিরলেও তেমন কোনো পারফরম্যান্স নেই দলের। বিগত বিধানসভা নির্বাচনে মাত্র একটি আসন পেয়ে জোট শরিক ধরে রেখেছে দল। তবে আগামী দিনে কিভাবে আবারো পাহাড়ে দল ঘুরে দাঁড়াবে সেটাই এখন বড় বিষয় দলের সভাপতি থেকে অন্যান্যদের কাছে।