Sunday, September 8, 2024
বাড়িরাজ্যবিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ নভেম্বর : এবার দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হলো রাজধানীর ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে। সোমবার সকালে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে গিয়ে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। চোরের স্কুলের শ্রেণি কক্ষ থেকে মোট ৪৭ টি বৈদ্যুতিন পাখা চুরি করে নিয়ে গেছে।

 বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান এইনিয়ে একাধিকবার বিদ্যালয়ে চুরির ঘটনা সংগঠিত করেছে চোরেরা। ১৫ ও ১৬ নভেম্বর পর পর দুইদিন রাতের বেলায় স্কুলে চুরির ঘটনা সংগঠিত করেছে চোরেরা। এই দুই দিন চোরেরা স্কুল থেকে ২ টি করে ৪ টি পাখা চুরি করে নিয়ে গেছে। রবিবার রাতে ফের স্কুলে চুরির ঘটনা সংগঠিত করে চোরের দল। মোট ৪৭ টি বৈদ্যুতিন পাখা চুরি করে নিয়ে গেছে চোরের দল। ঘটনার বিষয়ে পুলিশকে অবগত করা হয়েছে। প্রাথমিক ভাবে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তী সময় পুলিশের একটি বিশেষ তদন্তকারি দল স্কুলে ছুটে যায় ঘটনার তদন্তে। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য