Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যতথ্য সংস্কৃতি দপ্তরের কর্মীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে

তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ নভেম্বর : সোমবার গান্ধীগ্রাম স্থিত এক জঙ্গল থেকে তথ্য সংস্কৃতি দপ্তরের দেবজ্যোতি দেবনাথ নামে এক কর্মচারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতের বাড়ি আমতলী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সহকর্মীদের কাছ থেকে ফোন পেয়ে তিনি চাম্পামুড়া নাথ পাড়া স্থিত শশুর বাড়ি থেকে রবীন্দ্রভবনে যাওয়ার উদ্দেশ্যে সন্ধ্যা নাগাদ বের হয়েছিলেন। স্ত্রীকে বলেছিল অফিসের অনুষ্ঠান রয়েছে রবীন্দ্রভবনে।

রাতের বেলা অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে স্ত্রীকে ফোন করে জানিয়ে দেয় শশুর বাড়িতে আজ আর ফিরবে না। তারপর আর কোন ফোন পায় নি দেবজ্যোতির। সোমবার সকালে দেবজ্যোতির শশুরের মোবাইলে ফোন করে পুলিশ দেবজ্যোতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানায়। তারপর গিয়ে মৃতদেহ সনাক্ত করে শশুর বাড়ির লোকজন। এদিকে দেবজ্যোতির এক নিকটবর্তী আর্থের অভিযোগ, অফিসের দুজন সহকর্মী দেবজ্যোতির কাছ থেকে সাত লক্ষাধিক টাকা পেত। রবিবার সন্ধ্যায় তাদের ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন দেবজ্যোতি। তারাই দেবজ্যোতিকে খুন করেছে বলে অভিযোগ সেই নিকটবর্তী আত্মীয়ের। অভিযুক্ত দুজনের নাম ভুট্টো ও তাপস। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবে বলে জানান। তবে শশুর বাড়ির লোকজনেরা সরাসরি অভিযোগ তুলেছেন দেবজ্যোতির খুন হয়েছে। কারণ গান্ধীগ্রাম এলাকায় দেবজ্যোতি যাওয়ার কথা নয়। এবং সে গাছে উঠতে পারে না। তাই এ ধরনের ঘটনা সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত বলে মনে করছে পরিবারের লোকজন। সোমবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে সকলে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য