স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর : ১৯ নভেম্বর তথা রবিবার দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৬ তম জন্মদিন। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। এদিন সকালে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। পরে প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য করেন।
তারপর গান্ধী ঘাট শহীদ বেদীতে এসে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রদেশ কংগ্রেস সভাপতি সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে জানান, বর্তমানে ইন্দিরা গান্ধীর ভাবতে অত্যন্ত প্রাসঙ্গিক। পার্শ্ববর্তী রাজ্য ভাতৃ ডাঙ্গায় জ্বলছে। শাসক দল বিজেপি ষড়যন্ত্র করে দেশ আজ বিপন্নতার দিকে ঠেলে দিতে চাইছে। তাই শাসক দলকে প্রতিহত করতে এবং তাদের ষড়যন্ত্র রুখে দিতে কংগ্রেস দেশব্যাপী প্রচারে নেমেছে। এবং দেশের মানুষ এর থেকে পরিত্রাণ চাইছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন ও বিধায়ক গোপাল চন্দ্র রায়, সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদিকা জারিতা লাইফ্রাং সহ অন্যান্য নেতৃত্ব।