Friday, September 20, 2024
বাড়িরাজ্যব্যাংক থেকে মহিলা টাকা তুলে নেওয়ার অভিযোগ

ব্যাংক থেকে মহিলা টাকা তুলে নেওয়ার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ নভেম্বর : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তেলিয়ামুড়া শাখার বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। তেলিয়ামুড়া মহকুমার বাসিন্দা বিনা দাস নামে এক মহিলার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তেলিয়ামুড়া শাখার একাউন্টে সরকারি ঘরের ৪৮ হাজার টাকা প্রথম কিস্তি বাবদ ঢুকেছিল। এছাড়াও ওনার একাউন্টে আগে থেকেই কিছু টাকা ছিল। ৮ নভেম্বর বিনা দাস ব্যাঙ্কে গিয়ে তিনি জানতে পারেন একাউন্ট থেকে আগেই টাকা তুলে নেওয়া হয়েছে।

 খোঁজ নিয়ে জানতে পারেন কেউ ব্যাংক থেকে উইথড্রল ফ্রম ব্যবহার করে মহিলার টাকা তুলে নিয়েছে। তিনি একাধিকবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তেলিয়ামুড়া শাখার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যাঙ্কের কর্মীরা কোনভাবেই ওনাকে সহযোগিতা করছে না বলে অভিযোগ। শনিবার বিনা দাস ওনার এক নিকট আত্মীয় সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধানকে নিয়ে তেলিয়ামুড়ার স্টেট ব্যাংকের শাখায় যান। এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষের নিকট সঠিক তদন্ত করে ওনার টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান। বিনা দাসের পক্ষ থেকে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে সহসাই ওনার সমস্যার সমাধান না হলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতারিত মহিলার এক নিকট আত্মীয় জানান ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে ব্যাঙ্কে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ ৩ মাসের বেশি সময় রাখা হয় না। প্রতারিত মহিলার নিকট আত্মীয় অজয় দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ব্যাঙ্ক থেকে এইভাবে উইন্ড্রল ফ্রম ব্যবহার করে অন্যের একাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার ঘটনা থেকে অনুমান করা যায় এই ঘটনার সাথে ব্যাঙ্কের কর্মীরা জড়িত। ব্যাঙ্কের কোন কর্মী যুক্ত না থাকলে এই কাজ করা সম্ভব নয়। তিনি স্পষ্ট জানিয়ে দেন ব্যাংক কর্তৃপক্ষ ৭ দিনের সময় চেয়েছে। এই সময়ের মধ্যে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নিলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তেলিয়ামুড়া শাখার বিরুদ্ধে থানায় মামালা দায়ের করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য