স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জানুয়ারি : পরীক্ষা নেওয়ার পূর্বে সম্পূর্ণ সিলেবাস শেষ করা, পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীদের যাতে করোনা সংক্রমণ না হয় তার জন্য সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা, কোভিড পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের সমস্ত প্রকার ফি মুকুব করা সহ ৭ দফা দাবিতে ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য কমিটি এবং উপজাতির ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করেন।
শনিবার ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন এস এফ আই সভাপতি সন্দীপন দেব, বিজয় বিশ্বাস, বৈশালী মজুমদার, দীপাঞ্জন সরকার। সন্দীপন দেব জানান, সাতটি দাবি দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে তুলে দেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে প্রতিনিধিদলকে। এই দাবিগুলো তুলে ধরার উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের কথায় কেউ শুনতে চাইছে না। ছাত্র-ছাত্রীদের স্বার্থে দাবি সনদ গুলি প্রদান করা হয়েছে। কারণ সিলেবাস শেষ না করে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে। স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে। তাই সিলেবাস সম্পন্ন করে পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়েছে। স্কুল-কলেজ বন্ধ রাখা চলবে না। ছাত্রছাত্রীদের ওপর প্রভাব পড়বে। কারণ ইতিমধ্যে ছাত্র-ছাত্রীদের শিক্ষাব্যবস্থার বারোটা বেজে গেছে। তাই সরকার যাতে কোভিড নির্দেশিকা মেনে স্কুল কলেজ খোলা রাখে এবং সিলেবাস শেষ হওয়ার পর কোভিড সচেতন থেকে পরীক্ষা নেওয়া হয় তার জন্য দাবি জানানো হয়েছে।