স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জানুয়ারি : মানুষের মুখে খাবার তুলে না দিয়ে, কোভিড প্রটোকলের নাম করে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে জরিমানা আদায় করা হচ্ছে। পাশাপাশি রাস্তার পাশে বসা হকারদের উচ্ছেদ করে দিচ্ছে। এদিকে মানুষের কাছ থেকে কোভিড নির্দেশিকার নাম করে জরিমানা আদায় করছে প্রশাসন।
এগুলি পেছনে মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে রাজ্যে। তাই রাষ্ট্রীয় শক্তিকে কাজে লাগিয়ে মানুষের পেটে লাথি মারার সিদ্ধান্ত নিয়েছে মেয়র সহ রাজ্য সরকার। সরকারের ভূমিকার তীব্র ভাবে নিন্দা জানায় তৃণমূল কংগ্রেস। শনিবার প্রদেশ তৃণমূল কংগ্রেস ক্যাম্পে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক। তিনি বলেন অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করতে প্রশাসন দিয়ে মানুষের কাছ থেকে জরিমানা আদায় করা তীব্র নিন্দা জনক। এদিকে মুখ্যমন্ত্রী কোভিড নির্দেশিকা ভেঙ্গে শুক্রবার গোলাগাটিতে বড় সমাবেশ করেছেন। এবং উনার মুখে ছিল না মাস্ক।
তিনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছেন। পুলিশ প্রশাসন উনার বিরুদ্ধে কোন ধরনের আইনি পদক্ষেপ নিচ্ছে না। তাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনী পদক্ষেপ দাবি করলেন সুবল ভৌমিক। তিনি আরো বলেন নাইট কারফিউ রাত আটটা থেকে দেওয়ার ফলে গরিব অংশের মানুষরা অভাব-অনটনে ভুগছে। তাই নাইট কারফিউ যাতে ৮ টার পরিবর্তে রাত দশটা থেকে দেওয়া হয় তার জন্য দাবি জানান তিনি। আরো বলেন রাজ্যের অটো চালক, শ্রমিক এবং হকারদের যাতে আগামী তিন মাস বিনামূল্যে রেশনের সামগ্রী প্রদান করা হয়।