Friday, January 24, 2025
বাড়িরাজ্যপ্রধান শিক্ষকের বদলির পর স্কুলে ঝুলল তালা

প্রধান শিক্ষকের বদলির পর স্কুলে ঝুলল তালা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : খোয়াই মহকুমা বিভিন্ন স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নেই। অভিভাবক ও ছাত্রছাত্রী পক্ষ থেকে বহুবার অভিযোগ তোলা হলেও দপ্তরের নেই কোন হেলদোল। ফলে একপ্রকার বাধ্য হয়েই প্রায় সময়ই খোয়াই বিভিন্ন স্কুলগুলিতে তালা ঝুলায় ছাত্রছাত্রী অভিভাবক সহ এলাকাবাসীরা। ব্যতিক্রম হয়নি বৃহস্পতিবার।

এদিন সকাল ৯ টা থেকে প্রধান শিক্ষক সঞ্জীব দেবনাথের বদলির প্রতিবাদে পূর্ব জাম্বুরা এলাকায় বিপ্লবী সূর্যসেন বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে তালা ঝুলায় অভিভাবকরা। খবর পেয়ে ছুটে আসে গ্রামের প্রধান সহ শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত খোয়াইয়ের আইএস প্রবীণ কুমার দেববর্মা।

 সাত দিনের মধ্যে এই বিষয়ে সূরাহা হবে এই আশ্বাস দেন। তারপর দুপুর সাড়ে বারোটা নাগাদ স্কুলের মূল ফটকের তালা খুলে দেয় অভিভাবকরা। পরবর্তী সময় এ বিষয় নিয়ে খোয়াই আইএস প্রবীণ কুমার দেববর্মা জানান আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার সুরাহা করা হবে। উনার বদলি স্থগিত করা যায় কিনা সে বিষয়টা নিয়ে ইতিমধ্যে শিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে আলোচনা করা হয়েছে। চেষ্টা করা হবে সঞ্জীব দেবনাথের বদলি স্থগিত করার জন্য বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য