Friday, September 20, 2024
বাড়িরাজ্যধলাই জেলায়ও বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ অভিযানের...

ধলাই জেলায়ও বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ অভিযানের সূচনা

আমবাসা, ১৫ নভেম্বর (হি.স.) : ভগবান বিরসা মুণ্ডা ছিলেন একজন জনজাতীয় নেতা ও স্বাধীনতা সংগ্রামী। দেশের স্বাধীনতার জন্য বিরসা মুণ্ডা ও আরও কয়েকজন জনজাতি বীর নিজেদের জীবন বলিদান দিয়েছিলেন। ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নরু বুধবার ভার্চুয়ালি ধলাই–এর জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হল–এ জনজাতীয় গৌরব দিবস উদযাপন, বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা ও প্রতি ঘরে সুশাসন ২.০ অভিযানের শুভারম্ভ অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন।

এই অনুষ্ঠানে রাজ্যপাল আরও বলেন, আজ ভগবান বিরসা মুণ্ডার জন্মদিন। বিরসা মুণ্ডার জন্মদিন আমাদের দেশে জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালন করা হচ্ছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু বলেন, বিকশিত ভারত সংকল্প যাত্রা উপলক্ষ্যে ভ্রাম্যমান প্রচার বাহন প্রান্তিক জনপদের মানুষকে সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে সচেতন করবে। রাজ্যের সমস্ত অঞ্চলের মানুষ এই সংকল্প যাত্রায় সরকারি প্রকল্প ও পরিষেবার সুযোগ সম্পর্কে অবহিত হতে পারবেন।

ভার্চুয়ালি অনুষ্ঠানের পর রাজ্যপাল জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হল–এ জেলাশাসক এবং বিভিন্ন দফতরের আধিকারিকদের সাথে জেলার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে এক সভায় মিলিত হন। সভায় বিভিন্ন দফতরের আধিকারিকগণ জেলার উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তৃত তথ্য রাজ্যপালের কাছে তুলে ধরেন। সভায় বিভিন্ন দফতরের উন্নয়ন কর্মসূচি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

জেলাশাসক কার্যালয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার, বিধায়ক শম্ভুলাল চাকমা, রাজ্যের মুখ্যসচিব জেকে সিনহা, আমবাসা পুর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন গোপাল সূত্রধর, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন প্রশান্ত সিনহা সহ ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ পাল ও জেলার বিভিন্ন ব্লকের বিডিওরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য