Thursday, October 10, 2024
বাড়িবিশ্ব সংবাদবাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোট ৭ জানুয়ারি

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোট ৭ জানুয়ারি

ঢাকা থেকে জাকির হোসেনের রিপোর্ট:-  বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তফশিল ঘোষণা উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের এ তারিখ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।

সেখানে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটের তফসিল ঘোষণা করেন। ভাষণে তিনি সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি সংবিধান ও আইনের আলোকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

ঘোষিত তফশিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এদিকে, বাংলাদেশে ভোটের তফশিল ঘোষনার প্রতিবাদে তৎক্ষানিক ঢাকায় বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, তারা অবিলম্বে এ তফশিল বাতিল করার দাবি জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য