Sunday, February 9, 2025
বাড়িরাজ্যআবারো মাইলস্টোন জিবি হাসপাতালে, বাইপাস সার্জারিতে বড় সাফল্য

আবারো মাইলস্টোন জিবি হাসপাতালে, বাইপাস সার্জারিতে বড় সাফল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জানুয়ারি : ওপেন সার্জারির পর আরও এক বড় সাফল্য রাজ্যের জন্য। হৃদ রোগের চিকিৎসায় এজিএমসি এন্ড জিবিপি হাসপাতালে সাফল্য ধারা এবার নজির সৃষ্টি করেছে। এজিএমসি এন্ড জিবিপি হাসপাতালের কার্ডিও থেরাসিক এন্ড ভাসকুলার সার্জারি এন্ড ইন্টারভেনশনাল রেডিওলোজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট এন্ড ইনচার্জ কার্ডিয়াক সার্জন ডাক্তার কনক নারায়ন ভট্টাচার্যর নেতৃত্বে চিকিৎসকদের একটি টিম গত ২৮ জানুয়ারি করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং সার্জারির ইতিহাস গড়লেন।

উল্লেখ্য এজিএমসি এন্ড জিবিপি হাসপাতালের সিটিভিএস এন্ড আই.আর ডিপার্টমেন্টের সাফল্যের সঙ্গে ২০ জানুয়ারি প্রথমবার ওপেন হার্ট সার্জারি হয়। অমরপুরের বাসিন্দা ৩৮ বছরের  যুবক বিধানচন্দ্র ভৌমিক হৃদরোগে আক্রান্ত হওয়ার পর গত ৯ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর সিটিভিএস ক্যাথ ল্যাবে ১৫ ডিসেম্বর চিকিৎসকরা অ্যাঞ্জিওগ্রাম করে তার হার্টের করোনারি ধমনিতে গুরুতর ব্লকেজ শনাক্ত করেন। করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং-এর পরামর্শ দেন।

সেই অনুসারে শুক্রবার দীর্ঘ ছয়ঘণ্টা ধরে চলে জটিল অস্ত্রপচার। এই অপারেশনে ব্লাড ট্রান্সফিউশনের কোনো প্রয়োজনই হয়নি। কারন এই প্রথম ত্রিপুরায় সেল সেভার মেশিন ব্যবহার করে রক্তের অটো ট্রান্সফিউশন করা হল। ফলে রোগীর শরীর থেকে বিন্দু মাত্র রক্তের অপচয় হয়নি। অ্যানেসথেসিওলজিস্ট ছিলেন ডাক্তার সুরজিত পাল। পারফিউসানিস্ট ছিলেন সুজন সাহু, ফিজিসিয়ান অ্যাসিস্ট্যান্ট সুদিপ্ত মণ্ডল, স্ক্রাব নার্স জাহির হোসেন, অর্পিতা সরকার, সৌরভ শিল, মৌসুমি দেবনাথ, অন্ন বাহাদুর জমাতিয়া, প্রাণকৃষ্ণ দেব, ওটি অ্যাসিস্ট্যান্ট রতন মণ্ডল, জয়দীপ চক্রবর্তী, অমৃত মুড়াসিং, কোর্ডিনেটর অভিষেক দত্ত, রিচাশ্রী সরকার, জেমসন দেববর্মা, কিষাণ রায় ও অন্যান্য স্বাস্থ্য কর্মীরা এই জটিল অস্ত্রপচারে ছিলেন। শনিবার এজিএমসি-র কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই সফল অস্ত্রপচারের বিষয়ে তুলে ধরেন কার্ডিয়াক সার্জন ডঃ কনক নারায়ণ ভট্টাচার্য। অস্ত্রপচারের পর রোগীকে প্রথমে ভেন্টিলেশনে রাখা হয়। গভীর রাতে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়। আইসিইউ কেয়ারে নিয়জিত ছিলেন মিনহাজুদ্দিন আহমেদ, আসরাফুল গোলদার এবং সত্যজিৎ দেবনাথের নেতৃত্বে বাকি নার্সরা। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে। রোগীর আয়ুষ্মান কার্ড না থাকায় খরচ বহন করতে হয়েছে। তবে বেসরকারি হাসপাতালের চাইতে তিন ভাগের এক ভাগ খরচ হয়েছে রোগীর পরিজনদের। এ ধরনের সার্জারি আগামী দিনেও জিবি হাসপাতালে করা হবে। তবে এ ধরনের উন্নত সার্জারির জন্য আগামী দিনে রাজ্যের রোগীদের বহির্রাজ্যে যেতে হবে না বলে জানান চিকিৎসকেরা।

পাশাপাশি এদিন মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা জানান, চিকিৎসকদের একটি টিম গঠন করে শনিবার জিবি হাসপাতালে নিয়ে আসা হয়েছে মন্ত্রীকে। হাসপাতালে মন্ত্রী এন সি দেববর্মাকে নিয়ে আসার পর প্রথমে সিটি স্ক্যান করা হয়। বর্তমানে তিনি সুস্থ হয়েছেন। পরবর্তী সময় আলট্রাসনোগ্রাফি, ই সি সি করা হয়। মেডিসিন বিভাগের প্রধান রাজেশ দেববর্মাকে চেয়ারম্যান করে  ৬ জনের একটি টিম গঠন করা হয়েছে। বর্তমানে উনার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা ব্যক্ত করেন চিকিৎসকেরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য