স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : প্রায় ১ কোটি টাকার অবৈধ নেশা সামগ্রী বাজেয়াপ্ত করল সোনামুড়া মহকুমার মেলাঘর থানার পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে এই অভিযান চালানো হয় মেলাঘর থানাধীন ইন্দিরানগর এলাকার বাসিন্দা ফারুক হোসেনের বাড়িতে। কিন্তু ফারুক হোসেনকে গ্রেপ্তার করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে পুলিশ। জানা যায়, তার বাড়িতে হানা দিয়ে ৩৫ হাজার ২০০ ইয়াবা ট্যাবলেট ও ১৫৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
নেশা সামগ্রী গুলি বাড়ির একটি পরিত্যাক্ত ঘরে তালা বন্দি অবস্থায় ছিল। বুধবার মেলাঘরে ছুটে যান সিপাহীজলা জেলার পুলিশ সুপার বি.জে রেড্ডি। পরিদর্শন করেন অভিযুক্তের বাড়ি। পরে জেলা পুলিশ সুপার জানান গত ৩ থেকে ৪ দিন যাবৎই এই নেশাসামগ্রী মজুত সংক্রান্ত বিষয়ে গোপন সূত্রে খবর আসছিল।
তার উপর ভিত্তি করেই বাড়ির মালিক ফারুক হোসেনের উপর নজরদারি চালাচ্ছিল পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। উদ্ধারকৃত নেশাসামগ্রী গুলির বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন এস.পি। অভিযান চালানো হলেও সে সময় অভিযুক্ত বাড়ির মালিক অন্যত্র থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। অভিযানের খবর পেয়ে ফারুক গা ঢাকা দেয়। পুলিশ সুপার জানিয়েছেন অভিযুক্তের বর্তমান অবস্থান সম্পর্কে খবর রয়েছে পুলিশের কাছে। সহসাই গ্রেপ্তার হতে পারে অভিযুক্ত বাড়ির মালিক তথা নেশাকারবারি ফারুক হোসেন।