স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : ভগবান বীরসা মুন্ডার জন্মদিবস উপলক্ষে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে বুধবার জনজাতি গৌরব দিবস উদযাপন করা হয়। স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত গৌরব দিবসে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিক।
আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বক্তব্য রেখে বলেন, জনজাতি সম্প্রদায়ের মহানায়ক ভগবান বেরসা মুন্ডা। তাঁর আজকে ১৪৮ তম জন্মদিন। স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত গৌরব দিবস আগামী তিন দিনব্যাপী চলবে। তিনি বলেন বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর জনজাতিরা সঠিক সম্মান পেয়েছে। যারা বিগত দিনে দেশের জন্য বলিদান দিয়েছে তাদের পূবর্তন সরকারের আমলে সম্মান দেওয়া হয়নি। বঞ্চিত ছিল রাজ্যের জনজাতিরাও। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনজাতিদের ঐক্যের আওয়াজ তোলার সুযোগ দিয়েছে। আগামী দিনে জনজাতিদের কিভাবে সার্বিক উন্নয়ন করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে চলেছে সরকার। এদিন আয়োজিত অনুষ্ঠানে জনজাতিদের সংস্কৃতি তুলে ধরা হয়।